ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ খবর

পঞ্চগড়ে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ


এপ্রিল ৪, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪- এপ্রিল) বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন এর সৌজন্যে রোজাদার পথচারীদের ইফতার উপহার দেওয়া হয়। এই ইফতার উপহার তুলে দেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ আবু তোয়াবুর রহমান, পৌরসভার কাউন্সিলর ও সভাপতি পৌর যুবলীগ মোঃ হাসনাত হামিদুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মোঃ সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন, পৌর কাউন্সিলর মোঃ আশরাফুল ইসলাম সহ বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা, উপজেলা ও পৌর নেতাকর্মীরা। ছাত্রলীগের এমন কার্যক্রমের প্রশংসা করেন স্থানীয় সাধারণ মানুষ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।