মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪- এপ্রিল) বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন এর সৌজন্যে রোজাদার পথচারীদের ইফতার উপহার দেওয়া হয়। এই ইফতার উপহার তুলে দেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ আবু তোয়াবুর রহমান, পৌরসভার কাউন্সিলর ও সভাপতি পৌর যুবলীগ মোঃ হাসনাত হামিদুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মোঃ সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন, পৌর কাউন্সিলর মোঃ আশরাফুল ইসলাম সহ বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা, উপজেলা ও পৌর নেতাকর্মীরা। ছাত্রলীগের এমন কার্যক্রমের প্রশংসা করেন স্থানীয় সাধারণ মানুষ।