মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা জজ আদালতে পঞ্চগড়ের স্থানীয় প্রার্থীদের চাকুরীতে নিয়োগ প্রদানের দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।শনিবার (২৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে জেলার সচেতন বিজ্ঞ আইনজীবীবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ।এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও পঞ্চগড় জেলা আইনজীবির সমিতির সাবেক সভপতি আইনজীবী এডভোকেট আবু বক্কর সিদ্দিক , এ্যাডভোকেট রবিউল ইসলাম, এ্যাডভোকেট ফরিদুর রহমান, সমাজ সেবক রফিকুল ইসলাম ভুট্টু সহ অনেকে।বক্তারা জেলা জজ আদালতে পঞ্চগড় জেলার স্থানীয় প্রার্থীদের চাকুরি নিয়োগ দেয়ার জন্য জোর দাবী জানান। এই দাবী মানা না হলে আবারও তারা কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। বক্তারা আরও বলেন, পঞ্চগড়ে কি মেধাবী শিক্ষার্থী নাই, নাকি তারা নিয়োগ পরীক্ষায় পাশ করতে পারেনা। আপনারা টাকার বিনিময়ে অন্য জেলার লোকদের নিয়োগ দেন। জানিনা তারা কিভাবে পরীক্ষা দেয় আর কিভাবে পরীক্ষায় পাশ করে। নাকি অন্য উপায়ে তাদের নিয়োগ দেয়া হয়। আর যদি সে উপায়ের মাধ্যমে নিয়োগ দেন তাহলে আমরা সে ভাবেই নিয়োগ নিবো। তারপরেও পঞ্চগড়ের প্রার্থীদের নিয়োগ দেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭