নিজস্ব প্রতিবেদকঃ ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষ-রোপণ কর্মসূচি পালনবৃক্ষ রোপণ করি,সবুজ-সুন্দর আগামী গড়ি এই স্লোগানকে ধারণ করে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন।মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাইদুল ইসলাম পিয়াস ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম শুভর নেতৃত্বে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মহিদুর রহমানকে সাথে নিয়ে পুরো-আঙ্গিনা জুড়ে প্রায় ৪শত গাছ লাগানো হয়।এ সময় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আম, তেঁতুল, সবেদা,কৃষ্ণচূড়া, কাঁঠাল, পেয়ারা, মেহগনি ও নিমসহ বেশকিছু ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করা হয় এবং শিক্ষার্থীদের হাতেও কিছু চারা তুলে দেওয়া হয়।এছাড়া পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা রয়েছে সংগঠনটির।এসময় ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭