মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধিঃ সন্তানের সামনেই পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন শাহনাজ পারভীন (২৬) নামে এক গৃহবধূ।গতকাল ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল অনুমানিক ৯.৩০ ঘটিকার সময় জেলার দেবীগঞ্জ উপজেলার ১নং চিলাহাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, নিহত শাহনাজ পারভীন একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তাদের ৬ বছর ও ৪ মাস বয়সী দুটি সন্তান রয়েছে।স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে এবং ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন,দুই বছর আগে প্রতিবেশী আইনুলের ছেলে রাজুর (২৭) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন শাহনাজ পারভীন। এক সময় কোনো কারণে তাদের সে সম্পর্ক ভেঙে যায়।তার পর থেকে ক্ষিপ্ত হয়ে উঠে রাজু।
এদিকে ঈদের দিন বৃহস্পতিবার সকালে স্বামী সহ পরিবারের অন্য সদস্যরা ঈদের নামাজ পড়তে ঈদগাহে গেলে ক্ষিপ্ত রাজু শাহনাজ পারভীনের বাড়িতে যান। শোবার ঘরে ঢুকে বড় মেয়ের সামনেই রাজু ধারালো ছুরি দিয়ে শাহনাজ পারভীন কে এলোপাথারি আঘাত করে এবং গলা কেটে দিয়ে পালিয়ে যান।
এদিকে নিহতের পরিবার বলেন শাহানাজ কোনো পরকিয়া প্রেমের কারনে খুন হয়নি,তাকে তার স্বামীর পরিবার খুনকরেছে নিহতের মা, দৈনিক আইনের চোখ পত্রিকা কে বলেন আমার মেয়েকে আব্দুল মজিদ ও তার পরিবারের লোকজন গলা কেটে হত্য করেছে , আমরা থানায় মামলা করেছি ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয় টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭