মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে নগদ অর্থ ও সরঞ্জামসহ চার জুয়ারি কে আটক করেন থানা পুলিশ। মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাচ্ছেন দেবীগঞ্জ থানা পুলিশ। দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এস আই ফারুক রানা।উপজেলার ২ নং শালডাঙ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ছত্র শিকারপুর শালডাঙ্গা মোড়ের বাচ্চু মিয়ার কাঁচামালের আড়ৎ থেকে গত শুক্রবার ১৯/০৪/২০২৪ ইং রাত ১২.০৫ মিনিটে জুয়া খেলা সরঞ্জাম ও নগদ ৪৯৩৫০ টাকা সহ চার জুয়ারি আটক করেন দেবীগঞ্জ থানা পুলিশ।আটককৃতরা হলেন, শালডাঙ্গা ইউনিয়নের ছত্র শিকারপুরের,১। মো: লুৎফর রহমানের ছেলে মো:স্বপন ইসলাম(২৮), ২। মৃত বেলাল হোসেন ছেলে আব্দুল জলিল(৩২) ৩। মোঃ জহির উদ্দিন মোঃ কাছেদ আলী(২৮) এবং মোঃ চাঁন মাহমুদ মুন্সী ছেলে আজিজুল ইসলাম। এ বিষয়ে দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত মো: নজরুল ইসলাম বলেন,গতকাল দেবীগঞ্জ উপজেলা শালডাঙ্গা ইউনিয়ন থেকে চার জুয়াড়িকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭