ঝিনাইদহ সংবাদদাতাঃ শনিবার ২৭ এপ্রিল বিকাল তিনটার দিকে কালিগঞ্জ উপজেলার থানা রোডস্থ নিমতলা বাস স্ট্যান্ডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি জনাব শাহিদুল এনাম পল্লব, সাধারণ সম্পাদক বি এম আনোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পাপন চৌধুরী। সভায় সংক্ষিপ্ত এক আলোচনার শেষে ঝিনাইদহ প্রেস ইউনিটির কালীগঞ্জ শাখার সভাপতি হিসেবে মোঃ রাকিবুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে মোঃ জসিম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আবুল কালাম কে দায়িত্ব দিয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭