ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ খবর

গভীর রাতে পুড়ে গেল রমজান আলীর স্বপ্ন, আগুন নেভানোর জন্য কাজ করেছে মানবিক পুলিশ


এপ্রিল ৭, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রমজান আলীর বসত বাড়িতে রাত আনুমানিক ১ টার সময় আগুনে লাগে।রাতে গ্রামে মানুষ সবাই গভীর ঘুমে আচ্ছন্ন চারিদিকে দাউদাউ করে আগুন জ্বলছে।এসময় আগুনের ঘটনা জানতে পেরে স্থানীয় হরিশংকরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ,শরিফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন।তার নেতৃত্বে পুলিশ টিম ঝুঁকি নিয়ে আগুন নেভানোর জন্য কাজ শুরু করে।গ্রাম ও আশপাশের বাড়িতে আগুন যাতে ছড়িয়ে যেতে না পারে সেজন্য পুলিশ ফায়ার সার্ভিসের খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে নিয়ে পুলিশ আপ্রাণ চেষ্টা করে গভীর রাতে গ্রাম বাসীকে আগুনের হাত থেকে রক্ষা করে।আগুন নেভাতে গিয়ে পুলিশ সহ মোট ৭ জন আহত হয়।
এ ঘটনায় রমজান আলীর বসত বাড়ি ও ঘরের যাবতীয় আসবাবপত্র ব্যবহৃত জিনিস পুড়ে ছাই হয়ে যায়।এছাড়া রমজান আলীর উপার্জনের একমাত্র বাহন চার্জার ভ্যানটি পুড়ে যায়।সব মিলিয়ে অসহায় রমজান আলির আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়।আগুনের বিষয়ে রমজান আলী জানান,গরিব মানুষ সারাদিন ভ্যান চালিয়ে চার্জার ভ্যানটি ঘরে চার্জ বসায় কারেন্টের ত্রুটির কারণে আগুন ধরে যায়।ঈদের আগে এরকম ক্ষতি আমার জীবনে নেমে আসবে ভাবতে পারিনি। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক ভ্যান চার্জ দেয়ার সময় শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।