রাসেল পারভেজঃ ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অঞ্জন কুমার সাহা (২৫) নামে এক বকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৮ এপ্রিল) ভোরে সে ট্রেনে কাটা পড়ে বলে ধারণা করা হচ্ছে। ঈশ্বরদী রেলগেটের অদূরে রেললাইনে কাটা পড়েন তিনি। নিহত অঞ্জন ঈশ্বরদী পৌর কাচারীপাড়া মসজিদ মার্কেটের মুদি ব্যবসায়ী ও পিয়ারাখালী জামতলার অনন্ত কুমার সাহার ছেলে।
স্থানীয়রা জানান, অঞ্জন বেশ কয়েক বছর ধরে প্রবাসে ছিলেন। গত ১৬ এপ্রিল ৩ মাসের ছুটিতে তিনি সিঙ্গাপুর থেকে দেশে আসেন। এরপর থেকে তার বিয়ের কথাবার্তা চলছিল।
নিহতের বাবা অনন্ত কুমার সাহা জানান, মাঝ রাতে বিদ্যুৎ চলে গেলে ঘর থেকে অঞ্জন বাহিরে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। সকালে রেললাইনে কাটা পড়ে তার মৃত্যুর খবর পাই।
ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ জানায়, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে সেটি বলতে পারেনি পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭