আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের সদরের কাগজীপাড়া এলাকায় চিপস-সিগারেট বাকি না দেওয়ায় মোশারফ হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাউন্সিলের ছোট ভাই মো. রুবেলের (৩৫) বিরুদ্ধে। এই ঘটনার অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ।গতকাল সোমবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাড়ির পাশে দোকান থাকায় দোকানেই ঘুমাতেন মোশারফ। রাত দেড়টার দিকে মিরকাদিম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেলের ছোট ভাই রুবেল তাঁকে ডাক দিয়ে চিপস-সিগারেট বাকি চান। মোশারফ বাকি দিবেন না জানালে তাদের মধ্যে কথা–কটাকাটি হয়। একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রুবেল। পরে স্থানীয়রা মোশারফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল ইসলাম বলেন, চিপস বাকি দেওয়াকে কেন্দ্র করে মোশারফকে কুপিয়ে হত্যা করে কাউন্সিলরে ভাই রুবেল। এই ঘটনায় হত্যার সঙ্গে জড়িত রুবেলকে সাথে সাথেই অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।