ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪

টিকটকের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ


এপ্রিল ২৯, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে টিকটকের ফাঁদে ফেলে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে জাহিদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে লৌহজং উপজেলার খিদিরপাড় ইউনিয়নের বাসুদিয়া গ্রামের রহমান চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন টঙ্গীবাড়ী থানার এসআই আল-মামুন।জাহিদ ওই গ্রামের শাহ আলম শেখের ছেলে।কিশোরী জানায়, টিকটক ফ্রেন্ড বানিয়ে ৪ বার দেখা করে তার সঙ্গে কৌশলে অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেইল করে বিয়ের প্রলোভনে আপত্তিকর কাজ করে। গত ২২ এপ্রিল অপহরণের পর বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে কিশোরীটিকে ভয় দেখিয়ে অনৈতিক স্বার্থ হাসিল করে।টঙ্গীবাড়ী থানার এসআই আল-মামুন জানান, আমরা লিখিত অভিযোগ পাওয়ার পরপরই দ্রুততম সময়ের মধ্যে ভিকটিমসহ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছি।টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, নাবালিকা মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে। আসামির নিয়ন্ত্রণ থেকে ভিকটিমকে উদ্ধার করে উভয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।