ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪

উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন চেয়ারম্যান প্রার্থী আরিফ হালদার


এপ্রিল ২৯, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো.আরিফুল ইসলাম হালদার তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। আজ সোমবার (২৯ এপ্রিল) উচ্চ আদালতে আপিল শুনানি শেষে তার প্রার্থীতা বৈধ্য বলে ঘোষণা করা হয়।এর আগে ২৩ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে মামলার তথ্য গোপন করার অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়। সেদিনই জেলা প্রশাসক বরাবর তার প্রার্থীতা ফিরে পেতে আইনজীবী মাধ্যমে আবেদন করা হয়।এ বিষয়ে গতকাল রোববার আপিল শুনানি শেষে আবারো প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়। পরে তিনি প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেন। আজ সোমবার শুনানি শেষে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।এ বিষয়ে আরিফুল ইসলাম হালদার জানান, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলায় সকল প্রার্থীদের আপিল নিস্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে আজ ২৮ শে এপ্রিল আপিল নিষ্পত্তি করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। প্রার্থীতা ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে এবং ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।