স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন ০৭নং ওয়ার্ডের সুজন ডাক্তারের বাড়ির পুকুর পারের একটি গাছে নামমাত্র জুলন্র রশী থেকে কমলনগর থানার পুলিশ বৃহষ্পতিবার (১৩-মার্চ) মো:জাহিদুল ইসলাম শিমুল(২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে।
পারিবারিক সূত্রের ভাষ্যমতে, দীর্ঘদিন থেকে তাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি হয় এ নিয়ে কোর্টের মাধ্যমে ছাড়াছাড়িও হয়। এই ছাড়া তারা কিছুই জানেনা, ঘটনার দিন রাতে সেহেরি খেয়ে বাহিরে বের হয়। ভোর হলেই তাকে জুলন্ত অবস্থায় পুকুর পারের একটি গাছে দেখা যায় বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশ নামায়।
এলাকাবাসী বলেন,, শিমুলের সাথে এলাকায় কারো কোন ঝগড়াঝাটি ছিলনা,এটা পরিকল্পিত হত্যা, পেছনে হাত বাধা অবস্থায় কোন লোক গলায় পাশ দিয়ে মাটি থেকে ০৪ হাত উপরে পাশ দিতে পারেনা।
এব্যাপারে শিমুলের ভগ্নিপতি সুজন ডাক্তার সঠিক কোন তথ্য দিতে পারেননি। এ ছাড়া তিনি বলেন,তার কারো উপর স্বন্দেহ নাই।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব জানান, এটি একটি পরিকল্পিত হত্যা এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগন ধারনা করছেন , ময়নাতদন্তের জন্য লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মহোদয় এবং অফিসার ইনচার্জ তহিদুল ইসলাম মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করবো।