ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

রাস্তা নয় এ যেনো খালে পরিণত হয়েছে হাটগোপালপুর বাজারে ছয়াইল রোড


মার্চ ২৩, ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

ঝিনাইদহ সংবাদদাতা:এর এক বেহাল দষা যেনো দেখার কেউ নেই ঝিনাইদহ সদরের হাটগোপালপুর বাজারে ছয়াইল রাস্তা নামক সড়ক
যেই রাস্তাটিতে যাতায়াত করছেন ও ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা থাকলেও সংস্কার হয়নি এখনো। একটু বৃষ্টি হলেই যেন অচল হয়ে যায় রাস্তাটি কেউ ইচ্ছে করে চলাফেরা করতে চায় না এই রাস্তা দিয়ে। যে রাস্তাটি দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন পদ্মাকর, দোগাছি, ফুরসন্ধি তিন ইউনিয়ন এর মানুষ যেমন গভিনাতপুর, বেড়বাড়ী,ছয়াইল, পুটিয়া, ধননজয়পুর, ফুরসন্ধি,টিকারী,কুশাবাড়িয়া,
নারিকেলবাড়িয়ায়া সহ বিভিন্ন এলাকার মানুষ। স্থানীয় ভোগান্তি শিকার হওয়া জনগনের সাথে কথা বলে জানা যায়
আমরা আমাদের স্থানীয় জন প্রতিনিধি সহ বিভিন্ন উপর মহলে জানালেও তা এ পর্যন্ত কোন কাজে আসেনি। এ ব্যাপারে ১১ নং পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা কয়একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই রাস্তাটির ব্যাপারে এলজিডি অফিসে
জানালে তারা দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি জানালেও এখনো পর্যন্ত করে দেন নাই।
তাই স্থানীয় জনপ্রতিনিধি সহ ভোগান্তি জনগণের দাবি দ্রুত রাস্তাটি সংস্কার করে
পূর্ণ মেরামত করা হোক।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।