ঢাকাশনিবার , ১৬ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

মুন্সীগঞ্জে ফার্নিচারে নকশা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ী খুন


মার্চ ১৬, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি- ফার্নিচারের নকশা করা নিয়ে দ্বন্দ্বে মোস্তফা খালাসী নামের ফার্নিচার ব্যবসায়ীর খুন হয়েছে।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাঘিয়া বাজারে শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা (৪২)যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিজউদ্দিন খালাসির ছেলে। এ ঘটনার পরেই ঘাতক রাজন পালিয়ে যায়। সে সদর উপজেলার ঢালীকান্দি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে উপজেলার বাঘিয়া বাজার এলাকায় ফার্নিচারের নকশা করার জন্য নিহত মোস্তফার কাছে আসেন ঘাতক রাজন। সে সময় ফার্নিচারে নকশা করা সম্ভব না জানালে বিষয়টি নিয়ে তর্কে ও মারামারিতে জড়িয়ে পরে দুজন। এ সময় রাজন নিহত মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন মোস্তফা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দোকানে মরদেহ রেখে পালিয়ে যান রাজন। স্থানীয়রা দোকানে মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা এসআই মোহাম্মদ রফিক বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। নিহতের স্বজনরা থানায় মামলা দায়ের করতে এসেছে। ঘাতক পালিয়েছে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে। ঘাতক রাজনকে আটকের চেষ্টা চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।