ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত


মার্চ ১১, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি :বঙ্গবন্ধু (ঢাকা-মাওয়া) এক্সপ্রেসওয়ের নিমতলা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক্সপ্রেসওয়ের এ দূর্ঘটনা ঘটে।

ধারনা করা হচ্ছে, মোটরসাইকেলটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন বা সড়কের ডিভাইডারের সাথে সংর্ঘষে এই দূর্ঘটনা ঘটেছে।
এতে ঘটনা স্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালক অজ্ঞাত ওই যুবকের।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, হাইওয়ে থানা পুলিশের একটি টিম মৃতদেহটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা রয়েছে। এখন পর্যন্ত নিহেতের নাম ঠিকানা সনাক্ত করা যায়নি। নিহতের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।#

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।