কেএম সবুজঃ আইটি ও অনলাইনের সাথে সংশ্লিষ্ট জিয়া সাইবার ফোর্সের প্রত্যেকটি কর্মীর লেখনী প্রধানমন্ত্রীর অন্তরে আঘাত করে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে শেখ হাসিনার পেশিশক্তিতে পরিণত করেছে। তাদের বিরুদ্ধে কোন কিছু বললেই তার বিরুদ্ধে নেমে আসে। জিয়া সাইবার ফোর্সের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, শেখ পরিবারের বাপ-দাদার সম্পত্তি হিসাবে মনে করেন এই দেশকে। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে মেধাকে জলাঞ্জলি দিয়ে প্রকৃত মেধাবীকে ধ্বংস করা হচ্ছে।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস,কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, কৃষকদলের সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান (ভিপি) ইব্রাহিম।
ভার্চুয়াল শুভেচ্ছা বক্তব্য জানান, কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক ফ্লাইট লেফটেন্যান্ট অবঃ ড. মোহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া।
আলোচনা সভার সঞ্চালনা করেন, জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি কেএম হারুন অর রশিদ।
এ সময় জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা,মহানগর ,উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সকল নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।