ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

দেশ রূপান্তরের নকলা সংবাদদাতার কারাদন্ডের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন ও সমাবেশ


মার্চ ১১, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা সফিউজ্জামান রানা’কে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে ও সাংবাদিকের মুক্তির দাবীতে সোমবার দুপুরে মুন্সীগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত আধ-ঘন্টার মানববন্ধন করে। মানববন্ধন শেষে প্রেসক্লাবের চারণ সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সমাবেশে মিলিত হয়।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছিরউদ্দিন জুয়েলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সহ-সভাপতি গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল, সচেতন নাগরিক কমিটি সনাকের সদস্য পলাশ কুমার দে, মাইটিভির প্রতিনিধি শেখ মো. রতন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি নাদিম হোসাইন, এনটিভির প্রতিনিধি মঈনউদ্দিন সুমন, বাংলাদেশ বেতারের প্রতিনিধি নজরুল হাসান ছোটন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ফয়সাল হোসেন, দৈনিক আমার বাঙলা প্রতিনিধি মো. নাজির হোসেন, যমুনা টিভির প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব।আরও উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার গজারিয়া উপজেলা প্রতিনিধি সাঈদ আরফান, ফটো সাংবাদিক আমির হোসেন, সৌরভ চন্দ্র দাস প্রমুখ।এ সময় সাংবাদিকগণ নকলা উপজেলা সংবাদদাতা’কে নিঃশর্ত মুক্তি এবং এ ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের শাস্তির আওতায় আনার দাবী জানায়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।