ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ শহরের চাকলাপাড়া মহিষাকুন্ডু এলাকায় তারাবির নামাজ পড়তে যাবার সময় রাফসান(১৫) কালেক্টর স্কুলের নবম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা করে আহত করেছে স্থানীয় কিশোর গ্যাং।
এ ঘটনায় রাফসানের মাথায় মারাত্মক ক্ষত দেখা দিয়েছে।
আহত রাফসান ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে।
হামলার বিষয়ে রাফসানের বাবা জিনারুল ইসলাম তরুণ জানান তারাবির নামাজ শেষে জানতে পারি ছেলেকে মেরেছে। তারপরওে শুনলাম ছেলেকে হাসপাতালে নিয়ে গেছে।
এরপর ছেলের মুখে জানতে পারি পুরাতন হাটখোলার ফলের ব্যাবসায়ী মানিক ও তাঁর দলবল সার্কিট হাউজের সামনে সিগারেট খেয়ে ধোঁয়া উড়াচ্ছিল।
আর ছেলেদের যাবার সময় আজেবাজে কথা বলছিল। তখন আমার ছেলে বলে আপনারা বকছেন কেন? তখনই তাদের উপর হামলা শুরু করে।
তিনি আরো বলেন,ছেলেকে মারার সময় ভাতিজা হাফেজ ইসরাফিলকে বেধড়ক পিটিয়ে জখম করেছে হামলাকারীরা।
হামলার বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ,মোঃ শাহিন উদ্দিন জানান,
চাকলাপাড়ায় একটা মারামারির ঘটনা ঘটছে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।