ঢাকারবিবার , ২৪ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ জন সক্রিয় সদস্য আটক


মার্চ ২৪, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল পারভেজঃ ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ জন সক্রিয় সদস্য আটকঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটককৃতরা বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের সদস্য।

গতকাল শনিবার (২৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলার কাচারীপাড়া, আমবাগান, কদমতলা, পূর্ব টেংরী ঈদগাহ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শাকিল রহমানের ছেলে জোবায়ের রহমান (১৬), আব্দুর রহিমের ছেলে রোহান (১৫), মো. জাবেদ এর ছেলে আল আমিন (১৭), মৃত লিটন এর ছেলে বাপ্পি (১৫) মো. আনিস এর ছেলে রাকিব (১৬) মো. জাহাঙ্গীর এর ছেলে শিহাব (১৮), মুরাদ হোসেন এত ছেলে মেহেরাব হোসেন (১৭), হাসান আলীর ছেলে তাহসিন (১৬)।

র‍্যাব-১২ পাবনা সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এক প্রেসব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ সদস্যরা জানতে পারে ঈশ্বরদী উপজেলার স্টেশন রোড় এলাকায় কতিপয় কিশোর গ্যং গ্রুপের সদস্যরা জন সাধ

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।