ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরে একই দিনে রামগতি-লক্ষ্মীপুর মহাসড়ক ও লক্ষ্মীপুর-মজু চৌধুরী হাট রোডে বেপরোয়া ডাইভিংয়ে পৃথক পৃথক ভাবে দুটি দূর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৭ টার সময় লক্ষ্মীপুর-রামগতি মহাসড়কে মিয়ার বেড়ীর পাশ্বে পিকআপ ও ট্রাক্টর ট্রলি পাল্লা দিয়ে প্রতিযোগীতার মাধ্যমে চলতে গিয়ে এক মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ট্রাক্টর ট্রলি সামনের অংশ ভেঙ্গে পিকআপের নিচে ঢুকে যায়। পরে স্থানীয়রা এসে দুটি গাড়ীর ড্রাইভারদেরকে আশংকাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায় ।
এদিকে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট রোডের কাচারি বাড়ি এলাকায় ড্রাম ট্রাক বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। উক্ত গাড়ীর চালক ও হেলপার দুজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় জানান, পিকআপ ও ট্রাক্টর ট্রলি এবং ড্রাম ট্রাক এ সমস্ত গাড়ী অত্যন্ত ভংকর। এই গাড়ী গুলোর বেশির ভাগ ড্রাইভার নতুন এবং এই ড্রাইভারের মধ্যে অনেকের ড্রাইভিং লাইসেন্সও নেই এবং ট্রাক্টর ট্রলিরতো কোন কাগজপত্রও নেই। এ সমস্ত গাড়ীর বেপরোয়া ড্রাইভিং এর কারণে রাস্তায় চলতে অনেক ভয় লাগে। তাই এ সমস্ত গাড়ীর প্রতি সরকারের কঠোর ব্যবস্থা নিয়া আবশ্যক।