ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

টাঙ্গাইলের বাসাইলে ১০ কেজি গাঁজাসহ আটক ৪


মার্চ ১০, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:(রফিকুল ইসলাম)টাঙ্গাইলের বাসাইলে ১০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে বাসাইল থানা পুলিশ। রবিবার (১০ মার্র্চ) ভোরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধ সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় হাইপ্রেসার সিএজি পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন,কুঁড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার ময়দান গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে রহিম বাদশাহ (৩০), একই উপজেলার কামাতাংগারিয়া গ্রামের ইমান আলীর ছেলে মুক্তার আলী (৩৮), ময়দান গ্রামের মাজন মিয়ার ছেলে মাসুদ রানা (২৯), মধুপুর উপজেলার আউশনারা গ্রামের ইব্রাহিম খানের ছেলে জাহিদুল ইসলাম (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল থানার এএসআই ওবাইদুর রহমান মহাসড়কের বিভিন্ন স্থানে টহল পরিচালনা করেন। আর এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বাঐখোলা এলাকা থেকে ঐ চারজনকে আটক করা হয়। এই সময় তাদের ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধ মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, আটককৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে আটককৃতরা বাসাইল উপজেলাসহ আশেপাশের উপজেলায় মাদক জাতীয় পণ্য বিক্রয় করে আসছিল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।