মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি :দেবীগঞ্জে – ৩ বছরের এক টি বাচ্চা ছেলে ৫ টি ভুট্টা গাছ কর্তনের অভিযোগে শারীরিক প্রতিবন্ধী বেলাল হোসেন, তার মা এবং স্ত্রী সন্তান কে মারধর ও বাড়িঘরে আসবাবপত্র ভাঙচুর এবং হামলা করে টাকা পয়সা লুটপাট,শারীরিক প্রতিবন্ধী বেলাল হোসেনর বাড়িঘর।
ঘটনা টি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ – উপজেলার
১০ নং চেংঠি হাজরাডাংগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চেংঠি বাজার সংলগ্ন হাজী পাড়ায়, মৃতঃ সফিরউদ্দিনের ছেলে প্রতিবন্ধী বেলাল হোসেনের (৩৮) বেলালের স্ত্রী সন্তান এবং তার মায়ের উপর হামলা করেন ,,
ঐ একই গ্রামের পাশের বাড়ি মোঃ জাহিদুল ইসলাম (৩২) লুৎফর রহমান (৪৫) ছাইদুল ইসলাম (৩৮), উভয়ের পিতা মৃত: আনছার আলী, বুলবুল হোসেন(১৮) পিতা মোঃ ছাইদুল ইসলাম,বুলবুলি বেগম (৩৪) স্বামী ছাইদুল ইসলাম, রাসিদা বেগম (৫৫), স্বামী আনছার আলী,,
এলাকাবাসী সূত্রে জানা যায় যে ঘটনার দিন ৪-৩-২০২৪ ইং সোমবার বিকাল ৩.৩০ মিনিটে মৃতঃ- আনছার আলী ছেলে, ছেলের বউ ও স্ত্রী এবং নাতি সহ
৫ টি ভুট্টা গাছ কর্তনের কারণে সবাই মিলে, শারীরিক প্রতিবন্ধী বেলাল হোসেনের পরিবারের সদস্যদের উপর হামলা ভাংচুর ও টাকা পয়সা লুটপাট করেন,,
পরে গ্রাম বাসীর সহযোগিতায় আহত শারীরিক প্রতিবন্ধী বেলাল হোসেন কে নিয়ে দেবীগঞ্জ- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন গ্রামের লোকজন ,,
এই বিষয়ে উপজেলার ১০ নং চেংঠি হাজরাডাংগা ইউনিয়নের আমিনুল ইসলাম (বুলু) চেয়ারম্যান কে শারীরিক প্রতিবন্ধী বেলাল হোসেনের ঘটনা টি জানতে চাইলে তিনি বলেন আমি শুধু মারামারি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা টি শুনেছি, তবে এই বিষয় আমাকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি, যদি আমি লিখিত অভিযোগ পাই তাহলে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান।