রুবেল শেখ (পাবনা) জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির, ডাকা ০১দফা দাবি আন্দোলনে পাবনা জেলা বিএনপি ও অংগ ও সহোযোগি সংগঠনের যে সকল নেতৃবৃন্দ কারাবন্দী হোন এবং আন্দোলন পরবর্তী কারামুক্ত হয়েছেন, তাদের সম্মানে, পাবনা জেলা বিএনপি’র আয়োজনে (০৩-০২-২০২৪ইং) রবিবার সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন।সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাবনা জেলা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক আব্দুস ছামাদ খান মন্টু ও সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এড.মাসুদ খন্দকার ।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যানআব্দুল আউয়াল মিন্টু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়ক এ্যাড, শামসুর রহমান শিমুল বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান চন্দন,শাহিন শওকত, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিব, কে এম আনোয়ার, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা।এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইকবাল হোসেন কাউন্সিলর, ০২নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপি, রাজশাহী জেলা যুবদলের সাধারণ সম্পাদক টুটুল সহ সকল অংগ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ।সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে বলেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকুন, তারেক রহমানের নেতৃত্বে ১দফা দাবি আন্দোলনে বাংলাদেশ সফল হবে এ আশা ব্যাক্ত করেন এছাড়া সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান।উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শেষে,কারাগারে মৃত্যু পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপিন নেতা আবুল কালাম আজাদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমাম চন্দন, শাহিন শওকত, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সহ পাবনা জেলার নেতৃবৃন্দ।