জেলা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামীলীগের প্রতিনিধিত্বকারী স্বেচ্ছাসেবী সংগঠন মুজিব পরিষদ । শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যেমনিভাবে আমাদের পিতা বীর মুক্তিযোদ্ধারা লাল-সবুজের পতাকা ও একটি স্বাধীন বাংলাদেশের মানচিত্র বিশ্বদরবারে প্রতিষ্ঠা করেছিল, তেমনিভাবে আমরাও বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে এবং হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলাসহ বিভিন্নভাবে চক্রান্ত করা হয়েছে।কিন্তু বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন, দোয়া ও সর্বোপরি আল্লাহপাকের অশেষ রহমতের কাছে সব ষড়যন্ত্র ও চক্রান্ত ভেস্তে গেছে। আমরা মুজিব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শামসুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন অন্যান্য নের্তৃবৃন্দু।