মোস্তাফিজুর পিন্টু(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার আয়োজন করা হয়েছে আজ। উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মো: ইমরান হোসেন লিখন। এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো: মিনহাদুজ্জামান লিটন উপজেলা আ: লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান , পতিক মন্ডল সহকারী কমিশনার( ভুমি)সোনাতলা। সোনাতলা থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:লতিফুল ইসলাম লতিফ, নিপুন আনোয়ার কাজল সাবেক সভাপতি সোনাতলা প্রেসক্লাব ও সোনাতলা পৌর কাউন্সিলর ১নং ওয়ার্ড,মো: মোশারফ হোসেন মজনু সাবেক সভাপতি সোনাতলা প্রেসক্লাব। আরো উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সোনাতলার সকল সাংবাদিক-বৃন্ত।উক্ত আয়োজনে সকল সাংবাদিককে সামনে রেখে স্মার্ট সোনাতলা গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন। এছাড়াও সততা নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।ইফতার পূর্ব মূহুর্তে মহান আল্লাহ তায়ালার নিকট সোনাতলাবাসী ও অন্যান্য ধর্মপ্রাণ মানুষদের জন্য দোয়া করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭