আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুজিবুর রহমানে(৪৫) নামে এক সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার ১০ মার্চ সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলোর বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ীর বিল (চক) থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর পুত্র।
বালুচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদী আরব থেকে দেশে এসেছে। জায়গা-জমি নিয়ে তার সাথে প্রতিবেশীদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সে বাড়িতেই ছিল। এর পর সে আব্দুল্লাহপুর বাজারে যায়। রাতে আর বাড়ি ফিরেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেই। লাশের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রে আঘাত রযেছে। দুবৃত্তরা তাকে খুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধরণা করছি।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম সুমন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এটি স্পষ্টই হত্যা কান্ড। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭