সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী কুসুমপুর জাগরণী সংসদ মাঠে ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মহিউদ্দিন আহম্মেদ। বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক মো. আনোয়ার হোসেন।এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক ব্যাক্তিত্ব আব্দুল কুদ্দুস ধীরণ, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, বিক্রমপুর কুঞ্জ বিহারি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, শিক্ষক প্রতিনিধি আবু মুসা মো. গিয়াস উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মো. নজরুল ইসলাম মোল্লা, আব্দুল মান্নান শেখ জমির আলী, জাহিদ হাসান, নাজনিন নাহার, নাদিরা সুলতানা প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭