ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরে চলন্ত পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ জন আহত হয়েছেন। আহত সবাই সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।মঙ্গলবার (৫ই মার্চ) সকাল সাড়ে ১০টার সময় শহরের লক্ষ্মীপুর-টু-রামগতি সড়কে কালি বাড়ীর দরজা নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে।বেলা ১১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম সৌরভ দৈনিক ভোরের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।আহতরা হলেন— পারভিন আক্তার (২৭), তার শিশুপুত্র আল-আমীন হোসেন শান্ত (৬), রত্না বেগম (৩৫), মাহফুজা (৫৬), সফিক (৪০), ইমন (২৫) ও রাকিব (২০)।আহত সবাই সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ও ভবানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।স্থানীয়রা জানান, আজ সকালে আহতরা ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে লক্ষ্মীপুর শহরের উদ্দেশ্যে আসছিলেন। লক্ষ্মীপুর শহরের কাছাকাছি কালি বাড়ীর দরজার সামনে পৌঁছলে লক্ষ্মীপুর শহর থেকে ছেড়ে আসা একটি চলন্ত পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে অটোরিকশাটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘাতক পিকআপ ভ্যানের চালক গাড়ি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।লক্ষ্মীপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সৌরভ হোসেন বলেন, আহতদের মধ্যে একজনের দুই-পায়ের অবস্থা ভালো নয়। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।