ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলাধীন বলিরপোল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক রুবেল বলেন, সকালে একজন রুগির ফোন পেয়ে দোকানে আসি। তাদের প্রাথমিক চিকিৎসা করে দোকানে বসলাম। তখন দুইটি বিকট আওয়াজ শুনে বাহির হয়ে দেখি কাপড় দোকান থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। তখন আমি চিৎকার দিয়ে লোকজনকে ডাকি ও ফায়ার সার্ভিসে কল করি। চিৎকার শুনে মসজিদের মাইকে আগুন লাগার খবর ঘোষণা করলে আশপাশে থাকা মানুষ ছুটে আসে।
আগুন লাগার আধা ঘন্টা পরে কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে এক ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মদি দোকান, কাপড় দোকান, মোবাইল দোকান, ফার্মেসি ও ফল দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আগুনে ব্যবসায়ী মুদি দোকানি করিম স্টোরের (৮০ লাখ), পল্লী চিকিৎসক আলা উদ্দিন ও খুরশিদ আলমের (৪ লাখ), আনোয়ার বস্ত্রবিতানের (১২ লাখ), আবদুর রহমান টেলার্সের (১০ লাখ), সুমন টেলিকমের (১২ লাখ), আব্বাস ফল বিতানের (৫ লাখ) ও ঘর মালিক তছলিমের ৪টি ঘরের (২০ লাখ), তোফায়েলের ২টি ঘরের (১০ লাখ), মোসলেহ উদ্দিনের ১টি ঘরে (৫ লাখ) বাবুলের ১টি ঘরের (৫ লাখ) টাকা ক্ষতি হয়েছে বলে জানান তারা।
তবে এই বিষয়ে গণমাধ্যমে কোন বক্তব্য দিতে রাজি হননি কমলনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন গণমাধ্যম তিনি এখন কথা বলবেন না। তবে জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান এই বিষয়ে কথা বলবেন।
চর মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ আলি বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়েছে। আগুনে বাজারের ৮টি দোকান পুড়ে গেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহুর্তে সঠিক বলা যাচ্ছে না।