ঢাকাবৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে ঐতিহাসিক ৭ই মার্চ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত


মার্চ ৭, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে লক্ষ্মীপুরে।বৃহস্পতিবার (৭মার্চ) সকালে লক্ষ্মীপুর জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ করেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী-বেসরকারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, পুরুষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, বিভিন্ন প্রতিযোগীতাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।এছাড়া আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনার সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।