ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত প্রায় দেড় শতাধিক শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (০২ মার্চ) দুপুরে পৌর শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ আয়োজন করে মাওলানা একেএম আবদুল্লাহ ফাউন্ডেশন। এসময় শতাধিক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অনুদান প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা একেএম আবদুল্লাহ'র সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজিরহাট হামিদীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন আল ফারুকী, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল-মাদানী, টুমচর ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রীস টুমচরী, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজ উল্লাহ, পরিসংখ্যান বিভাগের সাবেক উপ-পরিচালক আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, লক্ষ্মীপুর পৌর কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ, হলি ফাউন্ডেশনের চেয়ারম্যান সর্দার সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন মানিক পাটোয়ারী ও সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, ফালাহিয়া মাদরাসার চেয়ারম্যান মাওলানা জোবায়ের হোছাইন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান মাওলানা মোঃ জসিম উদ্দিন।
অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, আপনারা চাকরি জীবনে একনিষ্ঠ এবং দক্ষতার সাথে ছাত্র-ছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করেছেন। আপনাদের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজে অনেক শিক্ষার্থী আজ প্রতিষ্ঠিত। এই জেলার শিক্ষার প্রসারে আপনাদের অনন্য অবদানের কথা চির স্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং প্রয়াত শিক্ষকদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭