ঝিনাইদহ, প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মেরিনা নাজনিনের ব্যবহৃত গাড়ি থেকে ১৫০ বোতল ফেন্সিডল জব্দ করেছে র্যাব। সেসময় গাড়ি চালকসহ ৩ জনকে আটক করা হয়।শনিবার (৯মার্চ) ভোরে সদর উপজেলা মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃতরা হলো-গাড়ী চালক ঢাকার তেঁজগাও কুনিপাড়া এলাকার শাহাজাদা ফিরোজের ছেলে রমজান হোসেন দেওয়ান (৩০), বরগুনা জেলার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন জুয়েল ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শেনেরহুদা এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে নজর হোসেন (২৫)।র্যাব ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহম্মেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেন্সিডিল পাচার হচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সদর উপজেলার মধুপুরে চেকপোস্ট বসায় র্যাব-৬ এর একটি অভিযান টিম সে সময় সন্দেহ হলে একটি কালো রঙের পাজারো গাড়ীর গতিরোধ করে তল্লাসী করে পাওয়া যায় ১৫০ বোতল ফেন্সিডিল।সেখান থেকে ৩ জনকে আটক করা হয়।এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে গাড়ির ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি র্যাব।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭