জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ- ফার্নিচারের নকশা করা নিয়ে দ্বন্দ্বে মোস্তফা খালাসী নামের ফার্নিচার ব্যবসায়ীর খুণের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গিবাড়ী উপজেলার হাটকান সাদির বাড়ি মাঠে রবিবার ( ১৭ মার্চ) সকাল ১০ হতে ১১ পর্যন্ত এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন যশলং ইউনিয়নবাসী। এতে ৫ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করে । এ সময় তারা মোস্তফা হত্যাকারী ঘাতক রাজন এর ফাসিঁ চানঁ। এর আগে নিহতের স্ত্রী সালমা বেগম বাদি হয়ে শনিবার রাতে রাজনকে আসামী করে টঙ্গিবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের শশুর আঃ ছাত্তার সেখ ,স্ত্রী সালমা বেগম. ছেলে-সামি খালাসী, মেয়ে-জান্নাতুল ফেরদৌস, নিহত মোস্তফার মা মমতাজ বেগম ,মোস্তফার শাশুড়ি রাজিয়া বেগমসহ ওই এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় তারা ঘাতক রাজনকে দ্রুত গ্রেফতার করে তার ফাসিঁ দাবী করেন। উল্লেখ্য মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাঘিয়া বাজারে শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফার্নিচারের নকশা করা নিয়ে দ্বন্দ্বে খুন হন মোস্তফা (৪২) নামের ফার্নিচার ব্যাবসায়ী। সে যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিজউদ্দিন খালাসির ছেলে। অপর দিকে ঘাতক খুণি রাজন সদর উপজেলার ঢালীকান্দি এলাকার বাসিন্দা। শনিবার সকালে বাঘিয়া বাজার এলাকায় ফার্নিচারের নকশা করার জন্য নিহত মোস্তফার কাছে আসেন ঘাতক রাজন। সে সময় ফার্নিচারে নকশা করা সম্ভব না জানালে বিষয়টি নিয়ে তর্কে ও মারামারিতে জড়িয়ে পরে দুজন। এ সময় রাজন নিহত মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন মোস্তফা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মোল্লা সোহেব আলী বলেন, এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় শনিবার রাতে একটি হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে একজনকে আসামী করে এ মামলা দায়ের করেছেন। ঘটনার পর হতেই ঘাতক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের সর্বাত্নক চেষ্টা চলছে।