ঢাকাশুক্রবার , ২২ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে মন্দিরের জমি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন


মার্চ ২২, ২০২৪ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মন্দিরের জমি বেদখলের অভিযোগ তুলে পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাব ফটকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কয়েক শতাধিক সনাতন ধর্মাবলম্বী।

মানববন্ধন কারীরা জানান, টঙ্গীবাড়ী উপজেলার আমতলী এলাকার ঐতিহ্যবাহী গাঙ্গলী বাড়ির মন্দিরে পূজা উদযাপন ও একনাম কীর্তন করে আসছিলো স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। বর্তমানে সেটি সরকারি সম্পত্তি হিসাবে রয়েছে। কিন্তু একটি ভূমিদস্যু চক্র ওই জমি বেদখলে করে নিয়েছে। এরমধ্যেই বেশ কিছু জিনিসপত্র লুন্ঠন করা হয়েছে। দ্রুত বেদখলের হাত থেকে ওইজমি রক্ষা ও দস্যুতার বিচারের দাবি জানান তারা।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুবির চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদ এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমর কুমার ঘোষ,সাবেক সহ সভাপতি প্রশান্ত মন্ডল দুলাল,হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ এর মুন্সিগঞ্জ জেলার সহ সভাপতি অভিজিৎ দাস ভবি, সাবেক সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, আহবায়ক স্বপন কুমার মদক, সদস্য সচিব বাসু দেব নাগ, গোবিন্দ দাস পোদ্দার, ননী গোপাল হালদার, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দার,জেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক টিটু চৌধুরী, গনেশ দেবনাথ,সুবাস দে, কাজল সাহা , কেশব ঘোষ, রনজিত দেবনাথ,রিপন গোপ, বিপ্লব জন্টু, দিলিপ ঘোষ, পরিতোষ ঘোষ বাবু, সুজন দেবনাথ সহ মুন্সিগঞ্জ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।