গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মহিমাগঞ্জ রেলস্টেশনে আনত্মঃনগর বুড়িমারী একপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আনত্মঃনগর বুড়িমারী একপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহসপতিবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক কমিটির আহ্বায়ক এমএ মতিন মোলস্নার সভাপতিত্বে ও উপজেলা বাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সভাপতি সেকেন্দার আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সমপাদক মামুনুর রশিদ, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজাওয়ানুর রহমান, মহিমাগঞ্জ মহিলা কলেজের সভাপতি আওয়ামী লীগ নেতা গোলাম কাদির মিঠু, কামারদহ ইউপি সদস্য মিন্টু মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা রেলপথে উত্তরাঞ্চলের আট জেলার প্রবেশদ্বার মহিমাগঞ্জ রেলস্টেশনে আনত্মঃনগর বুড়িমারী
এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবী জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭