মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি :পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা, পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এস আই মোঃ বদিউজ্জামান, এসআই মোঃ আঃ ছালাম, এসআই আব্দুর রাজ্জাক , এএসআই সাজেদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ১৯/০৩/২০২৪ খ্রিঃ ০০.৪৫ ঘটিকায় বোদা থানাধীন ১০ নং পাঁচপীর ইউপির কিসামত হাজারী গ্রামস্থ রতন কুমার বসুনিয়া এর বসতবাড়ীর পূর্ব দুয়ারী চৌচালা টিনের ঘর হতে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলার সময় হাতেনাতে আসামি ১। রতন কুমার বসুনিয়া (৪২), পিতা-কলিন কুমার বসুনিয়া, স্থায়ী: গ্রাম- কিসামত হাজারী , উপজেলা/থানা- বোদা, জেলা -পঞ্চগড়, ২। মহেশ্বর বর্মন (৩৯), পিতা-লক্ষিকান্ত বর্মন, স্থায়ী: গ্রাম- কিসামত হাজারী, উপজেলা/থানা- বোদা, জেলা -পঞ্চগড়, ৩। ধলু বর্মন (৩২), পিতা-প্রফুল্ল বর্মন, স্থায়ী: গ্রাম- হরিনিমাইপাড়া , উপজেলা/থানা- বোদা, জেলা -পঞ্চগড়, ৪। বঙ্কিম চন্দ্র বর্মন (৩৬), পিতা-বীরেন্দ্রনাথ সেন, স্থায়ী: গ্রাম- বৈরাতী সেনপাড়া , উপজেলা/থানা- বোদা, জেলা -পঞ্চগড়, ৫। মোঃ হযরত আলী (৫৭), পিতা-মৃত নুরুল হক ,স্থায়ী: গ্রাম- শান্তিনগর, ডাকঘর-কালিগঞ্জ, উপজেলা/থানা- দেবীগঞ্জ, জেলা –পঞ্চগড়দের গ্রেফতার করা হয়। উক্ত সময় জুয়ার আসর হতে ০১ সেট তাস, নগদ- ৬,৫৪০/- টাকা জব্দ করা হয়। এসআই মোঃ বদিউজ্জামান এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামিদের এর বিরুদ্ধে বোদা থানার মামলা নং ১৯, তারিখ ১৯/০৩/২০২৪, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় রুজু করা হয়েছে। আসামিদের যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার ও গ্রেফতারকারী অফিসারঃ পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম, এস আই মোঃ বদিউজ্জামান, এসআই মোঃ আঃ ছালাম , এসআই মোঃ আব্দুর রাজ্জাক, এএসআই সাজেদুর রহমান, ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।