মোস্তাফিজুর পিন্টু:বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ মার্চ সকাল ১০ টায় বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের কৃষিবিদ জননেতা আব্দুল মান্নান মিলানায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব কবীর মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লীটন। প্রধান অতিথির বক্তব্যে যুগ্মসচিব কবীর মাহমুদ তথ্য অধিকার আইনের নিয়ম, ব্যবহারসহ তথ্য অধিকারের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস রুম্পা, সোনাতলা থানা ইন্সেপেক্টর (তদন্ত) আবু সুফিয়ান প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন লিখন, সাবেক সভাপতি নিপুণ আনোয়ার কাজলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও পৌরসভার কাউন্সিলরগণ।
এসময় প্রধান অতিথি স্থানীয় যুগ্মসচিব কবীর মাহমুদ সাংবাদিকসহ বিভিন্ন কর্মকর্তাদের তথ্য অধিকার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭