ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর ভাঙ্গায় বাবনা তলা নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন।
শুক্রবার (৮ মার্চ) সকালে ফরিদপুর ভাঙ্গা উপজেলার বাবনা তলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় তথ্য সূত্রে: বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। নিহতরা তিনজন হলো- পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত: ইদ্রিস মিয়ার পুত্র শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। বাকি দুজনার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
ফরিদপুর ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিলো। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়েছে। বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের গাড়ীতে থাকা আহত এক যাত্রী জানায়, হঠাৎ বাউলি দিয়ে রাস্তার ওপর উল্টে যায় বাসটি। এতে গাড়ির অধিকাংশ যাত্রী আহত হয় এবং ঘটনাস্থলে দুই জন নিহত হয়।