পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরের সদর উপজেলার পারেরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে বাস-সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭জন নিহত:
শুক্রবার (৮ মার্চ, ২০২৪ইং) দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলার পারেরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পিরোজপুর জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারেরহাট সড়কের ঝাউতলা দুপুর ১২ টার কিছু পরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতদের উদ্ধার করা হচ্ছে বলে মন্তব্য করেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।