মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি : আজ বুধবার ২০/০৩/২০২৪ খ্রিঃ পঞ্চগড় সদর থানার এস আই মোঃ সাহিদুর রহমান, এস আই মোঃ আক্কেল আলী ও এসআই মোঃ শামসুজ্জোহা সরকার বিপুল পরিমাণ চেতনা নাশক ঔষধ সহ কুখ্যাত গরু চোর ও ডাকাত দলের সদস্য এবং বিভিন্ন সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ও মামলার আসামি মো: আব্দুল জব্বার, পিতা- মৃত আমরোদ আলি, সাং- কাশিমপুর, ফুটকিবাড়ি, থানা ও জেলা পঞ্চগড়, গ্রেফতার করেন।সে জি আর ২৭০/১৪ এর ০১বছরের সাজা প্রাপ্ত, জি আর ৩৫৭/১৯, জি আর ৫২৮/২২, জি আর ২১২/২৩ এর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী। পঞ্চগড় সদর থানার মামলা নং-১৫ তাং-১২/৯/২৩,ধারা-৩২৮/৪৫৭/৩৮০ এর সন্দিগ্ধ, পঞ্চগড় সদর থানার মামলা নং- ২, তাং-০২/১২/২০২৩, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সং-০৩) এর ৯(১) এর এজাহারনামীয় আসাম এবং পঞ্চগড় সদর থানার মামলা নং-৩০, তাং-২৬/৯/২০২৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর এজাহারনামীয় আসামি।