ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪

পঞ্চগড় পৌরসভার যানজট নিরসনে মাঠে পৌর ট্রাফিক


মার্চ ১৯, ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি :পঞ্চগড় পৌরসভার যানজট নিরাসনে এখন থেকে ট্রাফিক পুলিশের পাশাপাশি মাঠে কাজ করবে পৌর ট্রাফিক। সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছে পঞ্চগড় পৌরসভা। মঙ্গলবার (১৯- মার্চ) পঞ্চগড় পৌরসভার প্রথম মহিলা মেয়র মোছাঃ জাকিয়া খাতুন পৌরসভার অফিসকক্ষে নবগঠিত পৌর ট্রাফিক সদস্যদের মাঝে পোশাক বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পঞ্চগড় পৌরসভার এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পৌরবাসী। স্থানীয়রা জানান, পৌরসভার প্রধান প্রধান সড়কগুলোতে প্রায় সময় তীব্র যানজট সৃষ্টি হয়। এর মূল কারণ সড়কের যত্রতত্র অটো রিক্সা, ভ্যান দাঁড়ানো এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং। ট্রাফিক পুলিশ এই যানজট নিরসনে কাজ করলেও ইজিবাইক, অটো রিক্সা ও ভ্যানচালকদের একগুয়েমির কারনে যানজট সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের পাশাপাশি পৌর ট্রাফিক মাঠে কাজ করলে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ অনেক অংশে কমে যাবে বলে আশা প্রকাশ করেন সকলেই। এ বিষয়ে পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন বলেন, সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে, স্মার্ট পৌরসভা গঠনের লক্ষ্যে ও যানজট নিরসনের জন্য পৌর ট্রাফিক এখন থেকে ট্রাফিক পুলিশের পাশাপাশি মাঠে কাজ করবে। পৌর ট্রাফিক যানজট নিরশনে পঞ্চগড় ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে মাঠে কাজ করবে। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল পঞ্চগড় পৌরসভা কে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা। তারই অংশ হিসেবে আজকে এই পৌর ট্রাফিক বাহিনী গঠন করা হয়েছে। আমি আশাবাদী এর মধ্য দিয়ে আমি পৌরবাসীকে একটি যানজটমুক্ত শহর উপহার দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠন করতে পারব।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।