ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪

পঞ্চগড়ে তেঁতুলিয়া থানাধীন ০৬নং ভজনপুর ইউনিয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।


মার্চ ১৯, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি :“স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ” এশ্লোগানে অদ্য ১৯/০৩/২০২৪ খ্রি. রোজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় তেঁতুলিয়া থানাধীন ০৬নং ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে তেঁতুলিয়া থানার এসআই /(নিঃ) জনাব তপন কুমার রায় এর সঞ্চালনায় ও তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ জনাব সুজয় কুমার রায় এর সভাপতিত্ত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম-বার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিরুল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পঞ্চগড়।
প্রধান অতিথি পুলিশ সুপার মহোদয় উপস্থিত জনগণের সাথে আইনশৃঙ্খলা জনিত বিষয় সহ এলাকার সার্বিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং উপস্থিত জনগণের মাঝে মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল, ইভটিজিং, নারী নির্যাতন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অপব্যবহার, আত্মহত্যা প্রতিরোধ, কিশোর গ্যাং, সড়ক দুর্ঘটনা, সন্ত্রাস দমন, জঙ্গীবাদ দমন, জুয়া দমন, চুরি, ডাকাতি, ছিতাই প্রতিরোধ, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর ব্যবহার সহ সমসাময়িক বিভিন্ন অপরাধের কুফলসহ সচেতনামূলক বক্তব্য প্রদান করেন। এক্ষেত্রে তিনি স্থানীয় জনগণ ও অবিভাবকগণকে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন। এসময় তিনি এলাকায় যে কোন অপরাধ সংগঠিত হলে সাথে সাথে পুলিশকে অবহিত করা সহ জাতিয় জরুরি সেবা ৯৯৯ সেবা গ্রহণেরও পরামর্শ প্রদান করেন।

এসম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব কাজী মাহমুদুর রহমান ডাবলু, চেয়ারম্যান, তেতুলিয়া উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, তেতুলিয়া উপজেলা শাখা, জনাব মোঃ ইয়াসিন আলী মন্ডল, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, তেতুলিয়া উপজেলা শাখা, জনাব মোঃ ইউসুফ আলী, ভাইস চেয়ারম্যান, তেতুলিয়া উপজেলা পরিষদ, জনাব সুলতানা রাজিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান, তেতুলিয়া উপজেলা পরিষদ, জনাব হীরালাল, সভাপতি, পূজা উদযাপন কমিটি, তেতুলিয়া উপজেলা, তেতুলিয়া উপজেলার ০৭ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মেম্বারবৃন্দ, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ তেঁতুলিয়া থানার সকল অফিসার-ফোর্সবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।