স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ০১নং বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই ভূমিন পাড়া গ্রামের ২৫ লিটার চোলাই মদসহ বজেন দাস (৪২) নামের এক ব্যাক্তিকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ।রবিবার রাতে উপজেলা আমড়াখাই ভূমিন পাড়া গ্রামের বজেন দাসসের বাড়ি থেকে এই মদ উদ্বার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলো নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই ভূমিন পাড়া গ্রামের শনিচরন দাসের ছেলে সজেন দাস।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মাসুক আলীর দিকনির্দেশনায় এসআই জাহাঙ্গীর আলম,এএসআই জামাল,এএসআই আল আমীন,এএসআই সানোয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখাই গ্রামে বজেন দাস,বাড়িতে অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ বজেন দাসকে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মাসুক আলী বলেন, মাদক ব্যাবসাই বজেন দাসের বিরুদ্বে এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। সকালে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭