ঢাকারবিবার , ১৭ মার্চ ২০২৪

নবীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬জন আহত


মার্চ ১৭, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায, গতকাল রোববার (১৭ মার্চ) দুপুর অনুমান ০১.৫০ মিনিটের দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালকসহ ৬ জন গুরুতর আহত হয়। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ৩ টার দিকে সিএনজি চালকসহ ৬ জনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলো- নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের সামছু মিয়ার পুত্র সুমন মিয়া (২২), ঘুমঘুমিয়া গ্রামের নলীনি ভা দাশের পুত্র দীপঙ্কর দাস (৪০), গুমগুমিয়া গ্রামের চিত্তরঞ্জন দাসের পুত্র সজল দাশ (৬০), গুনগুমিয়া গ্রামের দীপঙ্কর দাসের পুত্র রাজু দাশ (১০),দীপঙ্কর দাসের সহধর্মিনী পলি রানী দাস (২৮), দীপঙ্কর দাসের পুত্র জয়ন্ত দাস (০৭) কে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলীর দিকনির্দেশনায় এসআই বিজয় দেবনাথের নেতৃত্বে এএসআই সুব্রত দাস সহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসেন

আহতদের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী বলেন, আমরা আপাতত পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটো রিক্সা জব্দ করা হয়েছে। পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত গ্রহণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।