ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের ভোলা-বরিশাল মজুচৌধুরী হাট সড়কে ড্রামট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (১০ মার্চ) সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর যুব উন্নয়ন জেলা অফিসের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এম এ সালাম সৌরভ দৈনিক ভোরের খবরকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।
শ্রমিক আব্দুর রহিম উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামের আবদুল হকের ছেলে। আহতরা হলেন— পিকআপ ভ্যানের চালক রুবেল (২৬) ও অপর শ্রমিক সাগর। তারা সবাই সদর উপজেলার মান্দারি ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, সকালে মান্দারি বাজার এলাকায় থেকে বালুর জন্য পিকআপ ভ্যান নিয়ে মজু চৌধুরী হাটে যাচ্ছিলেন চালক রুবেল ও তার সহযোগী (হেলপার) আব্দুর রহিম ও সাগর। ভোলা-বরিশাল মজু চৌধুরী হাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তর এর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ড্রামট্রাকের সঙ্গে পিকআপটির ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা পিকআপ ভ্যানে থাকা ৩ জনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক হেলপার (শ্রমিক) আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। চালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭