টঙ্গীবাড়ী প্রতিনিধি: জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৮০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। পরে জব্দকৃত জাটকা গুলো টঙ্গীবাড়ী উপজেলার ৩ টি মাদ্রাসা ও দুস্তদের মাঝে বিতরণ করা হয়।উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে দিঘিরপাড় পুলিশ ফাড়ির সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১২মার্চ) সকালে দিঘিরপাড় মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা।এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, অফিস সহায়ক আসানন্দ বিশ্বাস।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭