রাজিবুল ইসলামঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের ল্যান্ডমার্ক 'ফ্রান্সিস স্কট কী' সেতুটি একটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যার জেরে ২.৬ কি: মি: এরও বেশি দীর্ঘ সেতুটি অতিক্রমকারী বেশ কয়েকটি যানবাহন প্যাটাপস্কো নদীতে ডুবে যায়। বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্টের মতে,অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। ভাইরাল হয়ে গিয়েছে সেতু ভেঙে পড়ার ভিডিও। তাতে দেখা যাচ্ছে কীভাবে জাহাজের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে চোখের নিমেষে সেতুটি ভেঙে পড়ছে। যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। বিপর্যয় কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালাচ্ছেন। শহরের কর্মকর্তারা বলছেন যে স্থানীয় সময় প্রায় ০১:৩০ নাগাদ একটি কার্গো জাহাজ ৪৭ বছরের পুরোনো সেতুর একটি কলামে আঘাত করে, যার ফলে এটি ভেঙে পড়ে। বহু সংবাদমাধ্যমের দাবি, সেতুটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বহু গাড়ি নিচে নদীতে পড়ে যায়। সিঙ্গাপুর-পতাকাবাহী ডালি নামে কন্টেইনার জাহাজটি শ্রীলঙ্কার কলম্বো যাচ্ছিল। বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্ট, ইউএস কোস্টগার্ড এবং মেরিল্যান্ড রাজ্যের অন্যান্য সংস্থা একযোগে উদ্ধার অভিযানে নেমেছে।বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্টের যোগাযোগের প্রধান কেভিন কার্টরাইট পরিস্থিতিটিকে "জরুরি অবস্থা" হিসাবে বর্ণনা করেছেন। এই মুহূর্তে নিখোঁজদের উদ্ধার করাই প্রধান কাজ বলে ফোকাস করেছেন তিনি।কার্টরাইট বলেছেন যে "ব্রিজ থেকে কিছু রিটেইনার ঝুলছে, অনিরাপদ এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে জরুরি উদ্ধারকারী দলগুলি সতর্কতার সাথে কাজ করছে।সেতুর নিচ দিয়ে জলযানের চলাফেরাও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। শিপিং কোম্পানি সিনার্জি মেরিন গ্রুপ বলেছে যে জাহাজে থাকা সব ক্রু সদস্যরা নিরাপদ আছে এবং কোনও আহত হওয়ার খবর নেই। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও নির্ধারণ করা হয়নি ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭