ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি :ঈশ্বরদীতে চলতি রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (১৭ মার্চ) দুপুরে ঈশ্বরদীর নতুনহাট গ্রীণসিটি এলাকায় বাজার মনিটরিং পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির।
চলতি রমজানে প্রয়োজনীয় খাদ্য পণ্য খেজুর, তরমুজ, তেল, ডাল, মাছ মাংস ও সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য নতুনহাট গ্রীণসিটি এলাকায় বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।
পরে নতুনহাট গ্রীণসিটি এলাকায় বেশি দামে তরমুজ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ৬ জন তরমুজ বিক্রেতাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো সহ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির জানান, পবিত্র রমজান মাসে তরমুজের চাহিদা বাড়ার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় বাজারে অভিযান চালানো হয় এবং ৬ জন বিক্রেতাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে। এ সময় ঈশ্বরদী থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭