নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর কালিয়াকৈর কোনাবাড়ীতে একটি বাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশু সহ ৩৫ জন দগ্ধ হয়েছে। বুধবার (১৩ মার্চ) আনুমানিক আটটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা চাংখারপুল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে আসা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম। ডাক্তার বলেন, গাজীপুরের কালিয়াকৈর থেকে নারী-শিশুসহ আগুনে দগ্ধ হয়ে জরুরি বিভাগে ৩৫ জন এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়টি এখনও নির্ধারণ করা যায়নি। বিস্তারিত পরীক্ষা নিরিক্ষার পরে জানা যাবে।
গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম যায়। সেখানে গিয়ে আগুনে দগ্ধ কাউকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুনে দগ্ধদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭