ঢাকামঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধায় জেলা প্রশাসকের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


মার্চ ২৬, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধিঃ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলড়্গে মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের সুলতানা কামাল ইনডোর বলরম্নমে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংসদ সদস্য শাহ্‌ সারোয়ার কবীর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, অধ্যড়্গ প্রফেসর মো. খলিলুর রহমান, সিভিল সার্জন ডা: মো. আব্দুলস্নাহেল মাফী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু প্রমুখ। অনুষ্ঠানের শুরম্নতেই শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।